১০নং বয়রাগাদী ইউনিয়ন পরিষদ
সিরাজদিখান,মুন্সীগঞ্জ
ইউনিয়ন পরিষদের সেবাসমূহ/ কায্যাবলী
১. নাগরিকত্ব সনদ প্রদান।
২. জন্ম ও মৃত্যুর সনদ প্রদান।
৩. পাসপোর্ট ফরম পূরন ও সত্তায়িত করন।
৪. ওয়ারিশ সনদ প্রদান।
৫. বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান।
৬. ইউনিয়নের রাস্থা-ঘাট সংস্কার ও রক্ষনাবেক্ষন।
৭. আর্থ-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন ধরনের ব্যধি ও দূরযোগের ব্যপারে জনসচেতনতা বৃদ্ধি।
৮. স্থানীয় বিচার ও কোর্ট প্রেরিত বিচার নিস্পত্তি।
৯. বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ মূলক ব্যাবস্থা গ্রহন।
১০. আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়ন।
১১. ইউনিয়ন কর আদায়।
১২. ইউনিয়ন বাজেট প্রণয়ন।
১৩. সরকারী আনুদানের সুসম বন্টন।
১৪. বিভন্ন জানবাহনের উপর কর আরোপ।
১৫. স্থানীয় ব্যাবসায়ে ট্রেড লাইসেন্স প্রদান।
১৬. স্যানিটেশনে সার্বিক সহযোগিতা প্রদান।
১৭. শিক্ষার ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান।
১৮. উপজিলা ও জেলা প্রশাষকের কাযালয়ের সাথে যোগাযোগ রক্ষা।
১৯. স্থানীয় সকল প্রকার সাংসকৃতিক ও ধর্মীয় অনুস্থানে সহযোগিতা প্রদান।
২০. বিভিন্ন দূরযোগ ও মহামারিতে আর্থিক সহযোগিতা প্রদান।
২১. প্রতি মাসের প্রথম সপ্তাহে মাসিক সভার আয়োজন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস